নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি: নেছারাবাদে ছাত্রদল কর্মীকে মারধরের অভিযোগে অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. রিয়াদুল ইসলাম এবার প্রকাশ্যে ছাত্রদলের একটি প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেছেন। রোববার উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে’ এক প্রস্তুতি সভায় তাকে উপস্থিত থাকতে দেখা যায়।
জানা গেছে, মো. রিয়াদুল ইসলাম নেছারাবাদ উপজেলার ৮নং সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রলীগের স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। যদিও বর্তমানে তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।
ছাত্রদল নেতা মো. সিয়াম শেখ অভিযোগ করে বলেন, “৫ আগস্ট আওয়ামী লীগ নেতা মো. সাইদুল হাওলাদারের ছেলে রিয়াদুল ইসলাম ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন। আমি সেই ছবিতে ‘হা হা’ রিয়্যাক্ট দিলে রিয়াদুল ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে সমুদয়কাঠি বাজারে আমাদের উপর লোহার রড দিয়ে হামলা চালায়। এতে আমি, হাসান ও রিয়ান আহত হই।”
রিয়াদুলের ছাত্রদলের সভায় উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। তার ছাত্রদলের প্রোগ্রামে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে রিয়াদুল বলেন, “পোলাপান চাইছিল, তাই গিয়েছিলাম। পরে আবার চলে এসেছি। এক দলের কেউ অন্য দলে গেলে দোষের কি?”
এ বিষয়ে সমুদয়কাঠি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম বলেন, “রিয়াদুল ইসলাম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা। তাকে আমরা ওই সভায় একবার দেখেছি। সে কেন এবং কী উদ্দেশ্যে ওই সভায় এসেছিল তা খতিয়ে দেখা প্রয়োজন।”