ভারতীয় মিডিয়া মানুষের কাছে তামাশা বিক্রি করে: প্রেস সচিব

0 comments

আজিজুল ইসলাম : ভারতীয় গণমাধ্যম মানুষের কাছে তামাশা বিক্রি করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (১২ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

ভারতের ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশি একাধিক সংবাদমাধ্যম ও ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘এটি অত্যন্ত নিন্দনীয় ও ন্যাক্কারজনক ঘটনা। এখান থেকেই বোঝা যায়, ভারত বাকস্বাধীনতায় কতটা বিশ্বাস করে। যাদের চ্যানেল বন্ধ করা হয়েছে, তাদের অনেকেই বাংলাদেশের সম্মানিত সংবাদমাধ্যম। এতে প্রমাণ হয়, তারা সত্য কথাকে মেনে নিতে পারে না।’

তিনি আরও বলেন, ‘অনেকে জানতে চাইছেন, আমরা কি এর পাল্টা ব্যবস্থা নেবো? আমাদের এখন পর্যন্ত তেমন কোনো ইচ্ছা নেই। আমরা জানি, তারা প্রতিদিন কেমন কনটেন্ট প্রচার করে। ভারতের কিছু টেলিভিশন চ্যানেল ও গণমাধ্যম যেন পুরোনো দিনের নাটকের খণ্ডাংশ প্রচার করছে—এমনই মনে হয়। তারা আসলে মানুষের কাছে তামাশাই বিক্রি করছে।’

নির্বাচন প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা আগেই জানিয়েছেন, নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। তিনি এটি শুধু একবার নয়, বহুবার বলেছেন—এমনকি জাতির উদ্দেশে দেওয়া ভাষণেও বিষয়টি স্পষ্ট করেছেন। নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এ বিষয়ে কোনো মিথ্যা তথ্য দেওয়ার অপপ্রয়াস নেই।’

You may also like

Leave a Comment