বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’ নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
আন্দোলন-সরকার পতন, এরপর পরবর্তী পরিস্থিতির পর বছরের শেষ প্রান্তে এসে বড় বাজেটের ‘দরদ’ মুক্তি পাওয়ায় ব্যবসা নিয়ে ‘আশাবাদী’ হল মালিকরা।
‘দরদ’র পরিচালক অনন্য মামুন জানিয়েছেন শুক্রবার দেশের ৮৩ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দরদ’।

ফেইসবুকে পোস্ট দিয়ে মামুন আরো বলেছেন, বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চারশর বেশি প্রেক্ষাগৃহে এসেছে শাকিবের বছরের তৃতীয় সিনেমাটি।
সিনেমা মুক্তির দুদিন আগেই মাল্টিপ্লেক্সগুলোয় অগ্রিম টিকেট বিক্রির খবর শোনা গেছে।
সারা বিশ্বে ‘দরদ’র ১২ হাজারের বেশি অগ্রিম টিকেট বিক্রি হয়েছে বলে ভাষ্য মামুনের।
টিকেট বিক্রির চাপ কেমন সেটা জানতে গ্লিটজের কথা হয় হল মালিকদের সঙ্গে।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “দরদ’ র শুরুটা ভালো যাচ্ছে, আমরা বেশ সাড়া পাচ্ছি। অগ্রিম টিকেটের কিছুটা চাপ অনুভব করছি, যেহেতু প্রথম দিন দর্শকের চাপ আছে। আমাদের ২২টা শো ছিল, দর্শকের চাপে দুইটা বাড়িয়ে ২৪টা করা হয়েছে।”
ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমা হলে ‘দরদ’র শো চলছে আটটি।
হলের কর্ণধার মির্জা আব্দুল খালেক গ্লিটজকে বলেন, “আমার এখানে অনলাইনে অগ্রিম টিকেট বিক্রির হিসাব ধরা যাবে না। কারণ এখানকার লোকজন অনলাইনে টিকেট কেনায় এত অভ্যস্ত নয়, তারা শোয়ের আগে কাউন্টারে এসেই টিকেট কাটে। বৃহস্পতিবার রাত পর্যন্ত যেটা দেখেছি সেটা হল ৬০০ এর উপরে টিকেট বিক্রি হয়েছে।”

সিনেমা নিয়ে প্রত্যাশা কেমন জানতে চাইলে খালেক বলেন,” দর্শকের কাছে সিনেমা যদি ভালো লাগে তাহলে হয়ত আমরা ভালো সাড়া পাব। তবে দেশের পরিস্থিতি তো এখন অন্যরকম। যার জন্য একটু ভয় তো আছেই। আইনশৃঙ্খলা পরিস্থতি বা অর্থনৈতিক পরিস্থিতি সবই এখন সিনেমার অন্তরায়। তবুও আমরা আশা রাখছি, সাম্প্রতিক সময়ের ব্যবসা থেকে এই সিনেমা দিয়ে কিছুটা বাড়তে পারে।”
কোরবানির ঈদের পর ‘তুফান’ সিনেমা দিয়ে দেশের প্রায় সব হল ‘খোলা হয়েছে’ বলে জানিয়েছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার।
তিনি গ্লিটজকে বলেছেন, “‘তুফান’ র পর তো ভালো কোনো সিনেমা মুক্তি পায়নি, বেশিরভাগ হল বন্ধ ছিল। দেশি, বিদেশি কোনো সিনেমাই চলেনি। অনেক হল বন্ধ ছিল এখন খোলা হয়েছে।
“আর দুদিন গেলেই আমরা টের পাব সিনেমা কেমন হয়েছে, ‘দরদ’র জন্য সবাই অপেক্ষায় ছিল। এটা ব্যবসা করতে না পারলে সিনেমা ব্যবসা এদেশে আর হবে না।”
প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার ঘরানার সিনেমা হল ‘দরদ’।
পরিচালক মামুন বলেছেন, “বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও। ”

পরিচালক অনন্য মামুনেন ভাষ্য, চারটি প্রযোজনা সংস্থার অর্থলগ্নিতে এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা।
‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। শুটিংয়ের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে।
১৪৯ মিনিট দৈর্ঘের ‘দরদ’ সিনেমায় ৭টা গানের মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রাখা হয়েছে।
সিনেমার শুটিং হয়েছে ভারতের বারানসি ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।
বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।