আজিজুল ইসলাম পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের নেছারাবাদ উপজেলা হাসপাতালে স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা পদে পদায়ন পেয়েও কার্য দিবসের শেষ দিনেও কর্মস্থলে যোগদান করেননি ডা: মামুন হাসান। স্বাস্থ্য মন্ত্রানালয় থেকে পদায়নকৃত তার যোগদানপত্রে ২৯ অক্টোবর(মঙ্গলবার) ছয় কর্মদিবসের মধ্য কর্মস্থলে যোগদানের কথা রয়েছে। অথচ, তার যোগদানপত্রে নির্ধারিত সময়ের মধ্য তিনি এখনো কর্মস্থলে যোগদান করেননি। নেছারাবাদ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের অতিরিক্ত দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার মো: নাজমুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২৩ অক্টোবর ২০২৪ ইংরোজি তারিখে স্বাস্থ্য মন্ত্রানালয় থেকে নেছারাবাদ হাসপাতালে স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা পদে পদায়ন হয় ডাক্তার মামুন হাসানের। সেই পদায়নের যোগদানপত্রে ছয় কর্ম দিবসের মধ্য যোগদানের কথা উল্লেখ রয়েছে। তার যোগদানের কথা শুনেই স্থানীয় কিছু রাজনৈতিক লোক সহ ভিবিন্ন শ্রেনি পেশার কয়েক শতাধিক লোক ডাক্তার মামুনের বিরুদ্ধে অবস্থান নিয়ে লাগাতর বিক্ষোভ শুরু করেন। তারা ডাক্তার মামুন হাসানের বিরুদ্ধে আওয়ামী রাজনীতি সহ বেশ কিছু দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভ চলমান রাখেন। ডাক্তার মামুনের যোগদানপত্রের শেষ কর্ম দিবসেও হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
নেছারাবাদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা পদে অতিরিক্ত দায়িত্বে থাকা ডা: নাজমুল হাসান মাসুদ খান জানান, তার গত ২৩ অক্টোবর স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা পদে পদায়ন হয়। তার যোগদান পত্রে ছয় কর্ম দিবসের মধ্য কর্মস্থলে যোগদানের কথা রয়েছে। তবে,তিনি এখনো কর্মস্থলে আসেনি।
পদায়ন পেয়েও কর্মস্থলে যোগদান না করার বিষয়ে ডাক্তার মামুন হাসানের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
পিরোজপুর সিভিল সার্জন ডাক্তার মিজানুর জানান, “তিনি এখনো কর্মস্থলে যোগদান করেননি। কবে তিনি যোগদান করবেন সে বিষয়ে কিছুই জানিনা আমি”।