আজিজুল ইসলাম পিরোজপুর প্রতিনিধি : আজ ২৭ অক্টোবর জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। পিরোজপুরের নেছারাবাদে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা ও পৌরং যুবদলের উদ্যোগে উপজেলার জগন্নাথকাঠী বন্দরের হাসপাতাল মসজিদ সংলগ্ন মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রোগিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ ওয়াহিদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহবায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী আনিসুজ্জামান,স্বরূপকাঠী পৌর বিএনপি’র সদস্য সচিব মো. কাজী কামাল হোসেন, পৌর ৬ নং আসলাম ডাকুয়া, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিব্রিয়া সোহাগ,যুবদল নেতা মিজানুর রহমান, মামুন সর্দার, জাফর, লোকমান হোসেন,কাজী রাকিব, আব্দুর রহিম, মারুফ তালুকদার, কাজী মইন, কাজী ইমরান, মো: আরিফ প্রমুখ নেতৃবৃন্দ, ফ্রি-চিকিৎসা ক্যাম্পে প্রায় ১০০ জন নারী পুরুষকে চিকিৎসা সেবা ও রোগীদের সাধ্যমত ঔষধ দেওয়া হয় এবং ৫ জন রক্তদান করেন।