“চিরন্তন মা সন্মাননা ২০২৫” মায়েদের ভালোবাসার এক অনন্য শ্রদ্ধা নিবেদন

0 comments

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আয়োজিত এক হৃদয়ছোঁয়া অনুষ্ঠানে, মাতৃত্বের নিঃস্বার্থ স্নেহ এবং সমাজের প্রতি মায়েদের অবদানের স্বীকৃতি স্বরূপ “চিরন্তন মা সন্মাননা ২০২৫” প্রদান করেছে সামাজিক সংগঠন “অন্বেষণ”

বনানী ডিওএইচএস পরিষদের সার্বিক সহযোগিতায়, পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সম্মানিত করা হয় এমন আটজন অনন্য মাকে—যাঁরা কেবল পরিবারের জন্যই নয়, সমাজের জন্যও নিরব ছায়া হয়ে কাজ করে গেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনানী ডিওএইচএস পরিষদের সভাপতি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব
এছাড়াও উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ আলমগীর, রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আলী বখতিয়ার মাহমুদ মেহেদী, বনানী ডিওএইচএস মহিলা সমিতির সভাপতি হাসিন আরা কাশেম, সাধারণ সম্পাদক দিলরুবা চৌধুরী, এবং অন্বেষণের প্রতিষ্ঠাতা ও মহিলা সমিতির যুগ্ম সচিব লিমিয়া দেওয়ান

“চিরন্তন মা সন্মাননা ২০২৫” প্রাপ্ত মায়েরা হলেন: হাসিন আরা কাশেম, ফাতেমা হক, ফরিদা হক, লুবনা মারিয়ম, শরিফা বেগম শিরিন, দিলরুবা চৌধুরী, রাহিমা চৌধুরী এবং ডা. ফারহানা দেওয়ান।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, এমন আয়োজন একদিকে যেমন মাতৃত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে, তেমনি সমাজকে মাতৃত্বের মর্যাদা অনুধাবনে উদ্বুদ্ধ করেছে। তাঁরা মা দিবসে এমন একটি আয়োজনে অন্বেষণ-এর ভূমিকাকে আন্তরিকভাবে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অন্বেষণের প্রতিষ্ঠাতা লিমিয়া দেওয়ান বলেন, “মা শুধু একজন সম্পর্ক নয়, তিনি আমাদের জীবনের শেকড়। তাঁদের নিঃস্বার্থ ভূমিকার স্বীকৃতি দেওয়ার চেষ্টা থেকেই ‘চিরন্তন মা সন্মাননা’-এর সূচনা।”

অনুষ্ঠানটির সফল আয়োজনে সহযোদ্ধা ছিল: বনানী ডিওএইচএস পরিষদ, বনানী ডিওএইচএস মহিলা সমিতি, এবং অন্বেষণ-এর একদল নিবেদিত কর্মী

You may also like

Leave a Comment