ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে: সালেহউদ্দিন আহমেদ

0 comments

ভবিষ্যতে কেউ টাকা পাচার করলেই ধরা পড়বে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে কাজ করা হচ্ছে বলেও জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

শনিবার দুপুরে রাজধানীর মহাখালীতে ‘পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে কাজ হচ্ছে। অর্থনীতিতে শুধু উন্নয়ন দেখানোর যে প্রবণতা, সেই উন্নয়ন কৌশল পরিবর্তন করতে হবে।’

মধ্যস্বত্বভোগীদের দরকার আছে জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘কিন্তু তাদের কারণে হাত ঘুরে পণ্যের দাম বাড়ে। হাত কমানোর চেষ্টা করা হচ্ছে।’

রাজস্বখাতে পলিসি আর ইমপ্লিমেন্টশন আলাদা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোই ধ্বংসের দ্বারপ্রান্তে। অনেক প্রকল্প করা হয়েছে, ফিজিবিলিটি টেস্ট করা হয়নি। আদানির বিষয়ে কোনো করই দেয়া হয়নি।’

আদানিকে টাকা দেয়ার জন্যে সময় নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

পাচারকৃত টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে। প্রাইভেট কিংবা পাবলিক সেক্টর যেই হোক ধরা পড়বে।’

You may also like

Leave a Comment