ময়মনসিংহে সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে হিজরা গুরু নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

0 comments

মোঃ হোসাইন আলী, ময়মনসিংহ ব্যুরো: হিজরাদের জীবনমান উন্নয়নে প্রশাসনের পাশাপাশি, হিজড়াদেরও আন্তরিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসা প্রয়োজন।

গতকাল বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সিঁড়ি কল্যাণ সংস্থার আয়োজনে, ময়মনসিংহ নগরীর স্থানীয় একটি রেস্টুরেন্টে,কনসাল্টিং উইথ হিজড়া মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, লুৎফুন নাহার, সিভিল সার্জন মোঃ নজরুল ইসলাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক, নাজনীন সুলতানা। আরো উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক, মোহাম্মদ আসাদুজ্জামান, সদর থানার ওসি, মোহাম্মদ শফিকুল ইসলাম সহ প্রমুখ।

সেময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, হিজড়া জনগোষ্ঠীদের জীবন মানে উন্নয়নের জন্য বিভিন্ন হাতের কাজের প্রশিক্ষণ দেওয়া হবে। সেলাই মেশিন প্রশিক্ষণ, ড্রাইভিং সহ বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। সরকারিভাবে সংস্থাগুলোর মাধ্যমে আত্মিক সহযোগিতা এবং সরকারি অনুদান পৌঁছে দেওয়ার চেষ্টা করব।

অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন সিঁড়ি সমাজকল্যাণ সংস্থার প্রধান আরিফা ইয়াসমিন ময়ূরী।

এই মতবিনিময় সভায় বিভিন্ন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন উপজেলা এবং জেলা থেকে হিজরা জনগোষ্ঠীর লোকজন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী হিজড়ারা বলেন, ৫ ই আগস্টের পর সরকারের দেওয়া বিভিন্ন জায়গায় হিজড়াদের বাড়িঘরে হামলা করা হয় তাদের বের করে দেওয়া হচ্ছে, এতে প্রশাসনের হস্তক্ষেপ চান তারা। সে সময় তাদের প্রয়োজনীয় কিছু সুযোগ সুবিধার প্রস্তাবনা জন্য বলেন।
সিঁড়ি সমাজকলার সংস্থা ২০১৩ সাল থেকে হিজরাদের জীবন উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

মতবিনিময় সবার শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

You may also like

Leave a Comment