মাসে কয়েক লাখ টাকা আয় করে সফল উদ্যোক্তা ময়মনসিংহের ইয়াসিন শাওন

ইফতে খায়রুল আলম সজিব, ময়মনসিংহ:

0 comments

মাত্র ২০ বছর বয়সেই সফল ডিজিটাল উদ্যোক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ গ্রামের তরুণ ইয়াসিন শাওন। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই ছাত্র প্রতি মাসে নিজের ডিজিটাল এজেন্সির মাধ্যমে আয় করছেন ৪ থেকে ৫ লাখ টাকা।

ইয়াসিন মূলত সামাজিক যোগাযোগমাধ্যমের প্রযুক্তিগত সমস্যার সমাধান দেন। হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধার, নিরাপত্তা নিশ্চিতকরণ, ভুয়া রিপোর্ট অপসারণ থেকে শুরু করে বিজনেস অ্যাকাউন্ট সেটআপ পর্যন্ত নানা সেবা তার এজেন্সি প্রদান করছে। দেশ-বিদেশের অসংখ্য গ্রাহক প্রতিদিন তার সঙ্গে যোগাযোগ করছেন।

নিজ উদ্যোগের গল্প বলতে গিয়ে ইয়াসিন জানান, “প্রথমে নিজের চেষ্টায় শেখা শুরু করি। পরিচিতদের সাহায্য করতাম। ধীরে ধীরে গ্রাহক বাড়তে থাকে, আর তখনই নিজের এজেন্সি গড়ে তুলি।”

ব্যবসায়ী শরীফ আহমেদ বলেন, তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পর ইয়াসিন শাওনের টিম দ্রুত অ্যাকাউন্ট ফিরিয়ে দেন, যা তাকে বড় ক্ষতি থেকে বাঁচিয়েছে। আরেক গ্রাহক বিশ্ববিদ্যালয় ছাত্র নাঈম আহমেদ জানান, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভুয়া রিপোর্টের কারণে বন্ধ হয়ে যাওয়ার পর ইয়াসিনের সহায়তায় দ্রুত সমস্যার সমাধান হয়।

প্রযুক্তিবিদদের মতে, ইয়াসিন শাওনের সাফল্য তরুণদের জন্য বড় অনুপ্রেরণা। তিনি দেখিয়েছেন বয়স নয়, বরং লক্ষ্য, পরিশ্রম আর দক্ষতাই সাফল্যের মূল চাবিকাঠি।

You may also like

Leave a Comment