হরিণাকুণ্ডুতে যবিপ্রবি ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধনা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0 comments
হরিণাকুণ্ডুতে যবিপ্রবি ভিসি অধ্যাপক ড. এম মজিদের সংবর্ধনা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলাঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডুর বরেণ্য শিক্ষাবিদ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এমএ মজিদের সংবর্ধনা প্রদান উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি ২৪ নভেম্বর সকাল ৯টায় সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম মোক্তার আলীর সভাপতিত্বে আয়োজন করা হয়। এতে সংবর্ধনা বাস্তবায়ন কমিটির দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন কমিটির অন্যতম সমন্বয়ক এবং পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. এম. জিল্লুর রহমান।

এছাড়া সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব, বিশিষ্ট ব্যবসায়ী এম. নাসির উদ্দীনও সভায় বক্তব্য রাখেন।

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সহকারী অধ্যাপক, ও প্রধান শিক্ষকগণ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—

  • অধ্যক্ষ এম. রবজেল হোসেন ও এম. শহিদুল ইসলাম।
  • সহকারী অধ্যাপক আশরাফ আলী, আকমল হোসেন, মাহবুব মুরশেদ শাহীন, পারভেজ ইমাম।
  • প্রধান শিক্ষক এম. মসাুদুল হক, নিয়ামত আলী, এম. জামাল উদ্দীন এবং শহিদুল ইসলাম।

সভায় আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় সংবর্ধনা সফলভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ আয়োজনকে ঘিরে স্থানীয় শিক্ষাঙ্গনে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

You may also like

Leave a Comment