তবে তার আগে জানা দরকার, বিচ্ছেদের পর মেয়ে সায়রাকে নিয়েই সংসার অভিনেত্রী আজমেরী হক বাঁধনের।
বিয়ের পর থেকে এখন পর্যন্ত সিঙ্গেলই আছেন বাঁধন। কিন্তু হঠাৎ অভিনেত্রীর ৪১তম জন্মদিনে মায়ের কাছে একটি স্পেশাল আবদার করেন সায়রা।
সম্প্রতি চারদিক ছড়িয়ে পড়েছে, আবারও বিয়ে করতে যাচ্ছেন বাঁধন। বিষয়টি নিয়ে লুকোচুরি করছেন না অভিনেত্রীও। তিনি জানান, পথচলার একজন সঙ্গী হতেই পারে।
এ প্রসঙ্গে গণমাধ্যমে তিনি বলেন, ‘নিঃসন্দেহে মনে করি, জীবনসঙ্গীর প্রয়োজন আছে। আমাকে আমার মতো গ্রহণ করবে, এমন মানসিকতা থাকাটা খুব জরুরি। জীবনসঙ্গী শব্দটা যে বুঝবে, সে রকম কেউ যদি আসে তাকে সঙ্গী হিসেবে পথচলা যেতেই পারে। তবে এটা আমাদের সমাজে তো খুবই দুর্লভ।’
প্রসঙ্গত, বর্তমানে বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত আছেন বাঁধন। সিনেমা ও ওটিটিকে প্রাধান্য দিয়েই ক্যারিয়ার সামনের দিকে এগিয়ে যেতে চান অভিনেত্রী।