কোটচাঁদপুরে আগুনে পুড়ে ৩টি দোকান পুড়ে ছাই।

0 comments

আশরাফুল আলম বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে আগুনে পুড়ে তিনটি দোকান বশীভূত হয়ে গেছ।

বুধবার সকাল ৮: ২৫ টার দিকে উপজেলার ব্রীজ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।  স্থানীয়রা জানায়, ব্রীজঘাট এলাকায় ইউসুফ ইলেকট্রনিক দোকানের বন্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। টিন ও কাঠের দোকান হওয়ায় আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজ শুরু করে। দীর্ঘ ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। আগুনে পুড়ে যাওয়া ৩টি দোকানের মধ্যে দুইটি দোকানে প্রায় ৫ থেকে ৬ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি  ওই ব্যবসায়ীর।

You may also like

Leave a Comment