হরিণাকুণ্ডুতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

0 comments

মোঃ রবিউল ইসলামঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বিদ্যালয়ের কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্তৃক দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় সোমবার (২৮ অক্টোবর ) দুপুরে আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের একশ জন সদস্যকে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় একশ জন প্রশিক্ষর্থীর শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন, খাতা, কলম, সাবান, সহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মেহেদী হাসান, আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইমরুল কায়েস।

You may also like

Leave a Comment