জুলাই বিপ্লবে আহত আবদুল্লাহ মারা গেছেন

0 comments
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আবদুল্লাহ (২৩) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম।

তিনি জানান, মো. আবদুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি যশোরের বেনাপোলে।

স্বজনরা জানান, গত জুলাই-আগস্ট আন্দোলনে পুলিশের গুলি আবদুল্লাহর মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে গত তিন মাস সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতালে) নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উল্লেখ্য, জুলাই বিপ্লবের ঘটনায় এই পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৭২ জনে। আন্দোলনে আহত হয়েছেন ১৯, ৯৩১ জন। আহতদের ঢাকার ১৩টি হাসপাতালে চিকিৎসা হচ্ছে

You may also like

Leave a Comment