হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার

0 comments

ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোলায়মান সেলিম ওই আসনের সাবেক এমপি হাজি সেলিমের বড় ছেলে।

বুধবার গভীর রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে সোলায়মান সেলিম গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানার ওসি রেজাউল হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সোয়া ১টার দিকে গুলশান থেকে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে চকবাজার থানার একটি টিম।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সোলায়মান সেলিম গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। এর আগে তার বাবা হাজি সেলিম গত ১ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার হন।

You may also like

Leave a Comment