দ্বিতীয় দিনের মতো অংশীজনদের সাথে মতবিনিময় করেছে সংবিধান সংস্কার কমিশন। এতে অংশগ্রহণ করেন অধ্যাপক তোফায়েল আহমেদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, মুফতি আব্দুল মালেক (খতিব, বায়তুল মোকাররম), খুশি কবির, সুব্রত চৌধুরী, মুসা আল হাফিজ, শাহিন আনাম, ড. শহিদুল আলম এবং মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মতবিনিময় সভায় কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী আরো কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় সভা অব্যাহত রাখবে।