যানজটে স্থবির জিরো পয়েন্ট

0 comments

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

আজ (রোববার) সকাল থেকে অবস্থানকে কেন্দ্র করে জিরো পয়েন্ট এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

রোববার (১০ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে জিরো পয়েন্ট চত্বরে শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীদের সমাগম বাড়ছে। এতে যানচলাচল ব্যাহত হওয়ায় আশপাশের সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অন্যদিকে বায়তুল মোকাররম গেটের সামনে মঞ্চ স্থাপন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে করে জিরো পয়েন্ট থেকে বায়তুল মোকাররমগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে করে অন্য সড়কে চাপ বাড়ছে।

এ ছাড়া, সদরঘাট থেকে গুলিস্তানমুখি সড়ক, কাকরাইল থেকে গুলিস্তানমুখি, সচিবালয় থেকে জিরো পয়েন্টমুখি সড়কে যানচলাচল একেবারে ধীরগতি দেখা গেছে। এ সময় অনেককেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা যায়।

আসাদুল নামে এক যাত্রী বলেন, আমি সদরঘাট যাওয়ার জন্য বাসে উঠেছিলাম। আধঘণ্টা যাবৎ গাড়ি বন্ধ থাকায় হেঁটে রওনা হয়েছি।

জিরো পয়েন্ট মোড়ে দায়িত্বরত ট্রাফিক মতিউর বলেন, গাড়ি থেমে থেমে যতটুকু ছাড়া যায়, তা করছি। আজ কর্মসূচি থাকায় এমন হচ্ছে। আশা করছি, বিকেল থেকে ঠিক হয়ে যাবে।

You may also like

Leave a Comment