মুক্তাগাছায় অন্বেষণের দোয়া ও ইফতার মাহফিলে উচ্ছ্বসিত কর্মী ও সমর্থকরা

0 comments

ময়মনসিংহ প্রতিনিধিঃ নারী, প্রতিবন্ধী, বয়স্ক ও অস্বচ্ছল ব্যক্তিদের আর্থিক ও কারিগরি সহায়তার মাধ্যমে জীবনমান উন্নয়নের ব্রত নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেবামূলক সংস্থা অন্বেষণ। এ ধারাবাহিকতায় ময়মনসিংহের মুক্তাগাছায় সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করতে কর্মী ও সমর্থকদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের নন্দীবাড়ীতে আয়োজিত এই মাহফিলে অন্বেষণের কার্যক্রম, সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এই ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।

বিশেষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত সকলে সংস্থার মঙ্গল কামনা এবং সংস্থার কার্যক্রমে যারা এগিয়ে এসেছেন তাদের প্রশংসা করেন।

অনুষ্ঠানে আগত সদস্য ও সমর্থকরা অন্বেষণের এই মানবিক কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ প্রতিটি জেলায় হওয়া উচিত। তারা মনে করেন, এই ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে সহায়ক হয়।

এছাড়াও দেশ ও জাতির কল্যাণে অন্বেষণের কার্যক্রম আরো ব্যাপকভাবে এগিয়ে নেওয়ার আহবান জানান।

You may also like

Leave a Comment