ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিবের থাকা নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

0 comments

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান। তবে নিরাপত্তাজনিত কারণে তা হয়নি। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ছিলেন না সাকিব। তাই আসন্ন ওয়েস্ট সিরিজেও এই টাইগার অলরাউন্ডারের দলে থাকা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব দলে থাকবেন কিনা তা একান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত ‘শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের’ উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘দেখেন ক্রিকেট বোর্ড একটা অটোনোমাস বডি। আমি আমার পরামর্শ দিয়েছি, সবশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরী হলো আমি অবশ্যই একটা পরামর্শ দিয়েছি ক্রিকেট বোর্ড সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছে আপনারা জানেন।’

তিনি আরও বলেন, ‘সামনের দিকে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিবে। সেক্ষেত্রে আমার যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে ওই সময়ের প্রেক্ষিতে সেটা আমি দিব।’

You may also like

Leave a Comment