প্রাইম রোজ স্কুলের আয়োজনে শনিবার সকালে স্কুল ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল মায়েদের সচেতনতার মাধ্যমে শিশুর সুস্থ ও উপযোগী পরিবেশ নিশ্চিত করার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ক্যান্টনমেন্ট থানা শিক্ষা অফিসার শাহিনা আক্তার। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম রোজ স্কুলের চেয়ারম্যান ও শিক্ষাবিদ প্রফেসর এ. কে. মিলন, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. হাবিবা আঞ্জুমান, আপন শিশু বিকাশ ফাউন্ডেশনের চেয়ারম্যান, শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া ও প্রাইম রোজ স্কুলের পরিচালক মাকসুদুর রহমান।
প্রধান অতিথি শাহিনা আক্তার তার বক্তব্যে শিশুর মানসিক ও দৈহিক বিকাশে সহায়ক এধরণের জনসচেতনতামূলক অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিন বড় হয়ে দেশের হাল ধরবে। তাই তাদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার, সমাজ, রাষ্ট্রের ভূমিকা রাখতে হবে।
শিক্ষাবিদ প্রফেসর এ.কে মিলন বলেন, শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য উপযুক্ত শিক্ষাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে সঠিক শিক্ষার মাধ্যমে শিশুদের সুস্থ বিকাশ সম্ভব। তিনি শিশুদের জন্য কার্যকরী শিক্ষাদানের পদ্ধতির ওপর গুরুত্ব দেন।
শিশুরোগ বিশেষজ্ঞ ডা. হাবিবা আঞ্জুমান বলেন, সঠিক চিকিৎসার অভাবে শিশুর শারীরিক ও স্বাস্থ্যগত সমস্যা সৃষ্টি হয় যা তাদের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। তিনি সময়মত শিশুর চিকিৎসা করানোর জন্য বাবা-মায়েদেরকে আহ্বান করেন।
শিশু মনোবিজ্ঞানী ডা. সুলতানা রাজিয়া বলেন, শারীরিক বিকাশের পাশাপাশি শিশুর মানসিক বিকাশও গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের সমাজে এখনও এ বিষয়ে সচেতনতা সৃষ্টি হয়নি। আমাদের পারিবারিক ও সামাজিক পরিবেশে বিপুল পরিবর্তন এসেছে, যার প্রভাবে আগের তুলনায় শিশুর মানসিক বিকাশ অধিক ব্যাহত হচ্ছে। তবে সামাজিক সচেতনতা ও সঠিক কাউন্সেলিংয়ের মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব।
এছাড়া, অনুষ্ঠান শেষে অভিভাবকদের প্রশ্নোত্তর পর্ব এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।